Friday, September 8, 2017

আল কুরআনে বর্ণিত রোহিঙ্গাদের আর্তনাদ;→মনির হোসাইন

মক্কার নারী এবং ছোট্ট ছোট্ট শিশুরা যখন শুধু ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার কারণে মক্কার কর্তৃত্বশীল জালিমরা তাদের উপর নির্যাতন নিপীরণ চালানো শুরু করল তখন মক্কার আকাশ বাতাস আন্দোলিত হতে লাগল নারী ও শিশুদের আর্ত চিৎকারে।আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন,
'তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে নারী ও শিশুদের জন্য লড়বে না,যারা দূর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে?তারা ফরিয়াদ করছে, হে-আমাদের রব,এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও,যার অধিবাসীরা জালিম আর তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করে পাঠাও।'(সূরা নিসাঃ৭৫)
যুগে যুগে এমন মাজলুম নারী ও শিশুরা ছিল, রয়েছে এবং থাকবে।আজ রোহিঙ্গারাও সেই মাজলুম সংখ্যা লঘু।শুধু মাত্র মুসলিম হওয়ার কারণে আজ তাদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ দিয়ে দমন পীরণ শুরু করেছে মায়ানমারের বৌদ্ধ সরকার।সুদূর তুরষ্ক থেকে মিস.এরদোগান এসে অসহায় মাজলুমদের দেখে যেতে পারল কিন্তু বাংলাদেশের প্রধান মন্ত্রী এক নজর দেখার জন্যও সেখানে গেল না।মুসলিম বিশ্ব মায়ানমারের বিরোদ্ধে  ফুসলে উঠেছে।অংসাং সূচিও নির্যাত বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।জাতিসংঘও তেমন গুরুত্ব দিচ্ছে না।আজ রোহিংগারা আর্ত চিৎকার করে বলছে আমাদের বাঁচাও।
সুতরাং দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ না হলে এ পৃথিবী থেকে জুলুম মুছে দেওয়া যাবে না।আসুন আমরা বলি 'ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমীন।'
অর্থাৎঃএবং তারা বলে আমরা মুসলমান।
অতএব আমরা এ জাতি এক আদর্শ। আমরা ঐক্যবদ্ধ হবো ইনশাল্লাহ।

No comments:

সুনামগঞ্জের সর্ববৃহৎ সামাজিক অনলাইন প্লাটফর্ম 'সুনামগঞ্জ ডটকম'

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ, পিছিয়ে নেই বাংলাদেশের একটি অন্যতম জেলা সুনামগঞ্জ এবং তার মাটি ও মানুষ। অন্যদের মত স...