Wednesday, September 13, 2017

একটি আদর্শবাদী দলের পতনের কারণ,তার থেকে বাঁচার উপায়→আব্বাস আলী খান

সংক্ষিপ্ত নোট(মনির হোসাইন)ঃ
_______________________________
  • আদর্শবাদী দলঃ-প্রতিষ্ঠিত সমাজ ব্যাবস্থা সমূলে উৎপাটিত করে তার স্থলে ভিন্ন করে এক সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠা করতে হলে একটি আদর্শ বেচে নিতে হবে।এ চিন্তা ও আদর্শের সাথে যারা সকল দিক দিয়ে একমত পোষণ করে তারা একটি দল গঠণ করে, একে বলা হয় আদর্শবাদী দল।এ দল ইসলামী হতে পারে, ইসলাম বোরোধীও হতে পারে।
  • আদর্শবাদী দলের পতনের কারণঃ-
  1. দলের লক্ষ্য ও উদ্দ্যেশ্যকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ না করা।
  2. কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যায়ণ না করা।
  3. সময় ও অার্থিক কুরবানীর প্রতি অবহেলা।
  4. দলীয় মূলনীতি মেনে না চলা।
  5. ইনসাফ প্রতিষ্ঠা না করা।
  6. ভ্রাতৃত্ব বোধের অভাব।
  7. নিম্ন লিখিত কারণে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ঃ

ক)হিংসা-বিদ্বেষ
খ)গীবত,পরনিন্দা,পরচর্চা
গ)পরশ্রীকাতরতা
ঘ)একে অপরকে সন্দেহের চোখে দেখা
ঙ)কারো বিপদে আপদে তার খোজ খবর না নেয়া
চ)অযথা কারো প্রতি কুধারণা করা
ছ)ঝগড়া বিবাদে লিপ্ত থাকা

    8.নিম্নলিখিত কারণে একটি দলের প্রকৃত পরিচয় হারিয়ে ফেলে
ক)কৃত শপথ পূরণ না করা
খ)নিয়মিত দাওয়াতি কাজ না করা
গ)মাসিক এয়ানত না দেয়া
ঘ)দলের ডাকে সকল ব্যাক্তিগত ও বৈষয়িক কাজ পরিহার করে নির্দিষ্ট সময়ে যথাস্থানে হাজির না থাকা
ঙ)আল্লাহর ভয় ও আখিরাতের জবাবদিহি না থাকা
    9.জনশক্তির মাঝে নৈরাশ্য ও হতাশা সৃষ্টি করা।
   10.নেতৃত্বের অভিলাষ
   11.অর্থ সম্পদের প্রতি লালসা
   12.জীবণমান উন্নত করার প্রবণতা
   13.সহজ সরল জীবণ যাপন না করা
   14.নেতৃত্বের দূর্বলতা
   15.নেতৃত্বের প্রতি অনাস্থা
   16.বায়তুলমাল সম্পর্কে আমানতদারীতার অভাব এবং আর্থিক লেনদেনে সততার অভাব
  • তার থেকে বাঁচার উপায়ঃ-
  1. নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন।
  2. আল্লাহর সন্তোস অর্জন।
  3. অতিরিক্ত যিকির করা।
  4. আত্মসমালোচনা।
  5. ক্রোদ দমন করা।
  6. মৌলিক বিষয়ে ঐক্যমত পোষণ করা।
  7. বিরোধী পরিবেশ পরিস্থিকি দ্বারা প্রভাবিত না হওয়া।
  8. সমস্যার ত্বরিৎ ও সঠিক সমাধান।
  9. ত্যাগ ও কোরবানী।

No comments:

সুনামগঞ্জের সর্ববৃহৎ সামাজিক অনলাইন প্লাটফর্ম 'সুনামগঞ্জ ডটকম'

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ, পিছিয়ে নেই বাংলাদেশের একটি অন্যতম জেলা সুনামগঞ্জ এবং তার মাটি ও মানুষ। অন্যদের মত স...