তুমি কি কখনো শুনতে পাও না কান পেতে জীমূতেন্দ্র?
প্রস্তুতি নাও আগে,
তুমি শুনতে পাও কি শত্রুদেরই ঘোড়ার খুড়ের মন্দ্র?
রাতের জোনাকিরা জাগে।
তুমি কি দেখতে পাও না ঐ জালিমের অত্যাচার?
অসহায় মানবতা,
তুমি কি শুনতে পাও না মজলুমেরই চিৎকার?
তবু কেন নিরবতা?
তুমি কি দেখো না বর্গীরা সব দিচ্ছে হানা?
অমানিশা এলো নেমে,
তুমি কি কখনো আহত পাখির শোক দেখো না?
নিমগ্ন কেন ঘুমে?
তুমি কি এখনো জাগতে পারোনি বুড়িগঙ্গার তীরে?
ডাকেনি তোমায় কেউ?
তুমি কি কখনো জাগবে না ঐ অাঁধারের বুক চিরে,
ভেঙ্গে উত্তাল ঢেউ?
ভোর হতে সব পাখিরা জাগে জাগো না কেন তুমি?
মিনারের সুর ডাকে।
জালিমের আগুনে পুড়ে হলো ছাই সোনার
জন্মভূমি,
দৈত্যের হাকডাকে।
মনে কি পড়ে না তায়েফের কথা বদরের প্রান্তর,
খোলাফায়ে রাশেদ্বীন?
পদে পদে যারা লভেছিলো বিজয় আহবে যুগযুগান্তর,
বাজায়ে মুক্তিবীণ।
তুমি কি শুনোনি খালিদ বিন ওয়ালিদের
বীরত্ব গাঁথা বাণী?
আর এখনো কি জানতে পারোনি আবুবকরের
মহাত্যাগ কুরবানী?
পড়েছ কি তুমি নজরুলেরই বিদ্রোহী কথা, গান,
তিতুঁর সংগ্রামী জীবন?
তুমি কি সেই মীরজাফরকে চেনোনি এখনো?
জানোনি অম্রকানন?
তুমি কি এখনো ঘুমে?খুলেনি তোমার চোখ?
উঠো ঘোষণা দাও,
হে যুবক তুমি বলো আমি এসে গেছি আলো হয়ে।
কালো হাত ভেঙ্গে দাও।
No comments:
Post a Comment