মেঘের দেশে
এ.কে.এম.হারুনুর রশিদ
অন্তরীক্ষের উত্তরপূলিনে,
তমসার পেট থেকে চপলার উকি।
ধাপে ধাপে জলধর ধেয়ে চলেছে,
মেঘালয় মহীন্দ্রের উর্ধ্ব থাকি।
উর্মিমালার গর্ভ হতে কুন্তলের মতো,
ঘুটিঘুটি অঝোরে ঝাড়ছে ঘনো
নিশিথিনীর নিশাকর ফিস ফিস বলছে,
সুরমা কল্লোলিনীর তটে আঘাত হানো।
নিকেতন হতে বিহঙ্গের কণ্ঠ,
শ্রবণগোচরিছি বারবার
ধবল ডাকিছে স্ব-আলয় হতে,
চারিদিকে ঘেরা আধার।
No comments:
Post a Comment