Wednesday, September 13, 2017

নৈতিকতাহীন মানুষ,মানবতা বিবর্জিত কর্মশালা→ মনির হোসাইন


১৩/৯/২০১৭ খৃঃ বুধবারঃ
_____________________
পাশ্চাত্য সভ্যতা পৃথিবীর গোটা মানব জাতিকে ছোয়াচে রোগের মত সংক্রমিত করে ফেলেছে।পাশ্চাত্য সংস্কৃতি গোটা মানব সমাজকে পঁচা ও দুর্গন্ধময় করে তুলেছে।একটা সন্তান তিলে তিলে বড় হচ্ছে আর তার মস্তিষ্কের প্রতিটা কোষে সেই অপসংস্কৃতির প্রতিটা শব্দকে ধারণ করছে।পশ্চিমা দেশের কোন পিতা মাতা তাদের সন্তানদের নিজ হাতে লালন পালন করে না।সকল দায়িত্ব সরকার নিয়ে নেয়।আমেরিকায় যান একই ঘটনা ঘটবে।যেখানে পিতা মাতার আদর ভালবাসার সংস্পর্শ ছাড়াই অপসংস্কৃতির যাতাকলে বেড়ে উঠে সন্তান।তাদেরকে শেখানো হয় অনৈতিকতা।নেই স্রষ্টা সম্পর্কিত কোন জ্ঞান বিজ্ঞান।

বস্তুত,এটা বিশ্ব মানবতার জন্যে খুবই দুর্ভাগ্যজনক যে,Senstate বৈজ্ঞানিক সংজ্ঞায় মানুষকে "merely a complex of electrone and protons, an animal organism,a reflex mechanism, a variety of stimulus response relationship or a psyco-analytical bag filled with psycho-logical libido"

অর্থাৎঃ"ইলেকট্রন ও প্রোটনের একটি যৌগিক ছাড়া আর কিছছুই নয়।একটি পাষবিক দেহ সংগঠণ আর একটি জীবণ যন্ত্রের প্রতিবিম্ব।ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কের একটি বিচিত্র প্ররকাশ অথবা একটি মনঃসমিক্ষণ গত ব্যাগ যেটি নানা বিদ্যাগত কর্ম প্রেরণা বা কর্ম শক্তিতে ভরা।"
বলে আখ্যায়িত করেছে।
এই সংজ্ঞা মানুষকে শুধু একটা নিছক biological organism এ পরিণত করেছে।যে জীবণকে পশুর সাথে তুলনা করা হয়েছে।এসব তত্ত্ব ভিত্তিহীন।কেননা মানুষ কোন ক্রমেই পশু নয়।পশুর ঊর্ধ্বে তার স্থান।তার রয়েছে কাজের তাগিদ, রয়েছে নিজেকে চালিত করার চেতনা ও উদ্দীপনা।তার রয়েছে উপলব্দি করার ক্ষমতা,সিদ্ধান্ত নেবার বোধশক্তি।এমন মানুষকে পাশ্চাত্য শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি দ্বারা গড়ে তুলা হয়েছে নীতি নৈতিকতাহীন ও মানবতা বিবর্জিত করে।যেখানে প্রতিটা সন্তান বড় হয়ে মা বাবাকে পাঠায় বৃদ্ধাশ্রমে।দিনের পর দিন,বছরের পর বছর চলে যায়, সন্তান মা বাবার কোন সন্ধান নেয় না,তাদের জন্য ভালবাসা, দরদ ও মমত্ববোধ দেখায় না, সেখানে তাদের কাছ থেকে বিশ্ব মানবতার জন্য কল্যাণ আশা করা বোকামী ছাড়া আর কিছুই হতে পারে না।যেখানে স্রষ্টা কর্তৃক প্রণীত  নৈতিক শিক্ষা ও সংস্কৃতি নেই সেখানে মানবতা লাঞ্চিত হবেই।কোন সন্দেহ নেই।আজকের পৃথিবী পরিচালকরা হলো ঐ ধাচের মানুষ।শুধু রোহিঙ্গা নয়, রাজনৈতিক স্বার্থে তারা পৃথিবীর যে কোন মানবতাকে বিসর্জন দিতে প্রস্তুত।মানবতার চেয়ে দেশ ও জাতি কখনো মুখ্য হতে পারে না।
সুতরাং আসুন সুক্ষ্ম,সুন্দর ও নান্দনিক নৈতিকতায় আমরা গড়ে উঠি এবং আমাদের সন্তানদের গড়ে তুলি।
http://www.monirhossain.jimdo.com

No comments:

সুনামগঞ্জের সর্ববৃহৎ সামাজিক অনলাইন প্লাটফর্ম 'সুনামগঞ্জ ডটকম'

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ, পিছিয়ে নেই বাংলাদেশের একটি অন্যতম জেলা সুনামগঞ্জ এবং তার মাটি ও মানুষ। অন্যদের মত স...